kalerkantho


উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে তৈরি মেসি

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০২উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে তৈরি মেসি

বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল 'ক্ল্যাসিকো' কোনটি? অবশ্যই আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ। আর এমন একটি ক্ল্যাসিকো দিয়েই আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক হচ্ছে এদগার্দো বাউসার। মনে হচ্ছিল, অভিষেকের এমন মুহূর্তে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকেই পাবেন না। ইনজুরির সামান্য সমস্যা ছিল। তবে বাউসাই জানাচ্ছেন, দেশের মাটিতে উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য ফিট ৫বারের ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলার। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৫টায় উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াই আবার শুরু হচ্ছে।

বাউসাই কৃতিত্ব নিতে পারেন মেসিকে আবার আর্জেন্টিনা দলে ফেরানোর। কোপা আমেরিকার ফাইনালে জুনের শেষে হারলেন চিলির কাছে। দেশের হয়ে চারটি বড় আসরের ফাইনালে হারের কষ্টে অবসরের ঘোষণা দিলেন ২৯ বছরের মেসি। ভিন গ্রহের খেলোয়াড় অনেক অনুরোধেও আর ফিরতে রাজি নন। তখনকার কোচ জেরার্দো মার্তিনো অলিম্পিক দলকে নিয়ে অব্যবস্থাপনা ইস্যুতে পদত্যাগ করলেন। এরপর অল্প কিছুদনি হলো দায়িত্ব পেয়েছেন বাউসা। এবং দায়িত্ব নিয়ে আগে অবসর থেকে ফিরিয়ে এনেছেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে।

ক্লাব বার্সেলোনার সাথে দিন তিনেক আগের লিগের খেলার সময় হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন মেসি। বলা হচ্ছিল, বিশ্বকাপ বাছাইয়ে অনিশ্চিত তিনি। কিন্তু আর্জেন্টিনার কোচ হয়ে প্রথম মিশন শুরুর আগে কোচ বাউসা জানিয়েছেন, "মেসি ভালো আছে। আমি কোনো সমস্যা দেখছি না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই ম্যাচে তাকে দরকার।"  

 

 


মন্তব্য