kalerkantho

25th march banner

ওয়েস্ট ইন্ডিজ দলকে বোল্টের শুভ কামনা

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ১৬:২২ওয়েস্ট ইন্ডিজ দলকে বোল্টের শুভ কামনা

ইতিহাস গড়তে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ও নারী ক্রিকেট দলের লড়াই। দুটি দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আর তার আগে ইতিহাসের সেরা স্প্রিন্টার জ্যামাইকান বিদ্যুৎ উসাইন বোল্ড শুভ কামনা জানালেন ক্যারিবিয়ান দুটি দলকেই।
 
ডিজিসেল জ্যামাইকার পক্ষ থেকে টুইটারে বোল্টের একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে 'ড্রিম ডাবল' জয়ের স্বপ্ন উচ্চারিত হয়েছে বোল্টের কণ্ঠে। এই ক্যারিবিয়ান বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ও নারী দলকে শুভ কামনা জানিয়ে অল দ্য বেস্ট বলতে চাই। জানি তোমরা দুর্দান্ত কিছু করবে। অল দ্য বেস্ট। "
 
ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলের সামনে প্রথম দল হিসেবে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তারা প্রথমবার জিতেছিল ২০১২ সালে। এবার ফাইনালের লড়াইটা ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের নারীরা এই প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলছে। তারা লড়ছে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে।

 


মন্তব্য