kalerkantho


ছেলের সঙ্গে সময় কাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ০১:৫১ছেলের সঙ্গে সময় কাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কে বলবে শনিবার বার্সিলোনার সঙ্গে লড়াই?‌ ম্যাচের আগের দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাওয়া গেল একেবারে ভিন্ন মেজাজে। ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন সি আর সেভেন। দুটিতেই তাঁর সঙ্গী ছেলে। পাঁচ বছরের ছোট্ট ছেলেকে নিয়ে সরোবরের ধারে বসে একটি সেলফি তুলেছেন সি আর সেভেন। মাথার ওপর নীল আকাশ, আশপাশে সবুজের সমারোহ। আর টলটলে জলে ভেসে বেড়াচ্ছে রাজহাঁস। এমন মনোরম পরিবেশে মন এমনিই ভাল হয়ে যায়। তার ওপর ছেলে সঙ্গে থাকলে তো কথাই নেই। রোনাল্ডোর মনের ভাব, চলকে পড়েছে ছবিতে। দ্বিতীয় ছবিটিও ভারী মিষ্টি। সরোবরের পার থেকে বাড়ি ফেরার পথে তোলা। ছবিতে রোনাল্ডো সিনিয়র আর জুনিয়র একে-‌অন্যের দিকে আঙুল তুলে। যেন আলাপ করিয়ে দিচ্ছেন সবার সঙ্গে। বড় ম্যাচের আগে, নিজেকে চাপমুক্ত রাখার সেরা উপায়টি বেছে নিয়েছেন রোনাল্ডো। তবে অনুশীলনে তিনি ফাঁকি দেননি মোটেই। ছেলের সঙ্গে সময় কাটানোর আগে, সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় ধরে গা ঘামান। ‌‌

সূত্র: আজকাল


মন্তব্য