kalerkantho


ওবামার মেয়েদের মেসির জার্সি উপহার

কালের কণ্ঠ অনলাইন   

২ এপ্রিল, ২০১৬ ১৬:২৯ওবামার মেয়েদের মেসির জার্সি উপহার

সম্প্রতি আর্জেন্টিনা সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন বলেছিলেন, তার দুই মেয়ে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সাথে দেখা করতে চায়। মেসি আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু বাস্তব কারণে তখন দেখা হওয়া সম্ভব ছিল না। তবে এবার মেসি ওবামার দুই মেয়েকে নিজের সই করা জার্সি উপহার দিলেন।

মেসি ও ওবামার মেয়েদের সাক্ষাৎটা তখন অবশ্য সম্ভবও ছিল না। কারণ, মালিয়া অ্যান ওবামা ও শাশা ওবামা আর্জেন্টিনা সফরে বাবার সাথে ছিলেন না। আর তখন মেসি ছিলেন চিলিতে। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিলেন।

বিষয়টাকে মেসি অবশ্য গুরুত্ব দিয়েছেন খুব। হয়তো এই গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসরে খেলতে যাবেন তখন দেখা হবে। তবে তার আগে হোয়াইট হাউসের দুই ভক্তের জন্য উপহার পাঠালেন। ১৮ বছরের মালিয়া ও ১৫ বছরের শাশার নাম লেখা আর্জেন্টিনার জার্সিতে সই করে তা পাঠিয়েছেন মেসি।


মন্তব্য