kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


মেসির ফলোয়ার এখন ৪০ মিলিয়ন

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৯:৪৪মেসির ফলোয়ার এখন ৪০ মিলিয়ন

ইনস্টাগ্রামে একটু দেরিতেই অ্যাকাউন্ট খুলেছিলেন লিওনেল মেসি। কিন্তু তাতে কি! দেখতে না দেখতে তার ফলোয়ারের সংখ্যা ৪০ মিলিয়ন ছাড়িয়ে গেলো। ফটো শেয়ারের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাইলফলক পেরিয়ে খুশি আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবল বিস্ময়। বৃহস্পতিবার লিখেছেন, "ইনস্টাগ্রামে ৪০ মিলিয়ন ফ্যান হলো! সবাইকে ধন্যবাদ!"

ইনস্টাগ্রামে মেসি সাধারণত তার পরিবারের ছবি পোস্ট করেন। দীর্ঘদিনের পার্টনার আন্তোনেলা রোকুজ্জো ও দুই ছেলে থিয়াগো ও মাতেওর ছবি দেখা যায়। তার লাইফস্টাইলের ছবি পোস্ট করেন না ২৭ বছরের এই ফুটবল জিনিয়াস। কখনো কখনো সতীর্থ ফুটবলারদের সাথে তাকে দেখা যায়।

মেসির ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার ৮৪ মিলিয়ন। তবে ইনস্টাগ্রামে সেলিব্রেটিদের মধ্যে মেসিরই সবচেয়ে বেশি অনুসারী না। শিল্পি সেলিনা গোমেজের ফলোয়ার ৭১.৮ মিলিয়ন। মাঠের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়েও পিছিয়ে মেসি। রোনালদোর অনুসারী ৫২.৬ মিলিয়ন। আর বার্সেলোনায় মেসির সতীর্থ ব্রাজিল অধিনায়ক নেইমারের ফলোয়ার ৪৫.৭ মিলিয়ন। কয়েকদিন আগে ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের ওয়েবসাইট www.messi.com শুরুর ঘোষণা দেন মেসি।


মন্তব্য