kalerkantho


এল ক্ল্যাসিকোর আগে জিদানের হুঙ্কার

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৮:৫৫এল ক্ল্যাসিকোর আগে জিদানের হুঙ্কার

শিরোপা লড়াইয়ে এই ম্যাচের হয়তো কোনো প্রভাব থাকবে না। কিন্তু স্প্যানিশ লিগের এই লড়াইটা মর্যাদার। এল ক্ল্যাসিকো বলে কথা। জিনেদিন জিদান খেলোয়াড়ী জীবনে এমন অনেক লড়াইয়ে নেমেছেন। হেরেছেন। জিতেছেন। কিন্তু এবারের লড়াইটা একেবারে অন্যরকম। এবার যে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথমবারের মতো বার্সেলোনার মুখোমুখি হচ্ছেন। আর শনিবার বার্সার মাঠ নু ক্যাম্পের এই লড়াইয়ের আগে জিদান আত্মবিশ্বাসী। বলেছেন, এল ক্ল্যাসিকোতে রিয়ালকে হারানো সহজ হবে না।

তিনি যে রিয়ালে অনেক বছর কোচ হিসেবে থাকতে এসেছেন, তাও প্রমাণের লড়াই জিদানের সামনে। গত নভেম্বরে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের লজ্জায় পড়েছিল রিয়াল। এবার ঘুরে দাঁড়ানোর সময় ক্রিস্তিয়ানো রোনালদোদের। জানুয়ারিতে রিয়ালের দায়িত্ব নিলেন জিদান। এরপর ১৪ ম্যাচের ১১টি জিতেছে রিয়াল। ঘরের মাঠে বেশ বড় বড় জয় পেয়েছে তারা। একটু দুর্বলতা আছে পরের মাঠে। সেটা কাটানোর ম্যাচও এটি।

শুক্রবার সংবাদ সম্মেলনে ৪৩ বছরের জিদান সাফ জানালেন, দলের জয় দেখতে চান। "যেদিকে মন দেবার সেদিকে অবশ্যই মন দেবো। এটা সহজ ম্যাচ হবে কি না তা ভাবুক অন্যরা। তবে রিয়াল মাদ্রিদকে হারানো সহজ হবে না।" ফরাসী কিংবদন্তি জিদান বলেছেন, "আমি একটা ভালো ফুটবল ম্যাচ দেখতে চাই। দেখতে চাই আমার দল জিতছে। আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই। জেতার জন্য সেরাটাই করবো।"

জিদানের কোচিংয়ে রিয়াল গেছে চ্যাম্পিয়ন্স লিগেও। সেখানে বুধবার কোয়ার্টার ফাইনালে ওলফসবার্গের সাথে খেলা। তার আগে বার্সেলোনাকে হারিয়ে আরো আত্মবিশ্বাসী হতে চাইছে তারা। লিগের পয়েন্ট টেবিলে বার্সেলোনা ১০ পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। ৭৬ পয়েন্ট বার্সার, রিয়ালের ৬৬। বার্সা প্রথম স্থানে। রিয়াল তৃতীয়। তাই জিদানের দলের শিরোপা জেতার আশা নেই। কিন্তু এল ক্ল্যাসিকোর ঐতিহ্যবাহী শত্রুতার লড়াই জেতা তো কোনো শিরোপা জেতার চেয়ে কম না!


মন্তব্য