kalerkantho

সোমবার । ১৬ জানুয়ারি ২০১৭ । ৩ মাঘ ১৪২৩। ১৭ রবিউস সানি ১৪৩৮।


ভারতের পরাজয়ে প্রথমে খুশি উদযাপন, পরে ক্ষমা প্রার্থনা মুশফিকের

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১১:৪২ভারতের পরাজয়ে প্রথমে খুশি উদযাপন, পরে ক্ষমা প্রার্থনা মুশফিকের

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয়ের পর প্রথমে খুশি উদযাপন করেন ক্রিকেটার মুশফিকুর রহিম। পরে এ নিয়ে সমালোচনা উঠলে ভারতীয় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মুশফিক ম্যাচের পর এম এস ধোনির সাক্ষাৎকারের ভিডিও পোস্ট দেন এবং ক্যাপশনে লেখেন 'সুখ এটাই... !!!হা হা হা..!! ভারত সেমিফাইনালে হেরেছে। ' বিষয়টি ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভালোভাবে নেননি। তাঁরা মুশফিকের সমালোচনায় মুখর হন। পরে বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটসম্যান টুইটার থেকে পোস্টটি মুছে (ডিলিট) ফেলেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

এরপর গভীর রাতে মুশফিক টুইট করেন, 'আপনাদের সবার কাছে দুঃখিত। আমি আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বড় ভক্ত। তবু রূঢ় কথার জন্য দুঃখিত। '


মন্তব্য