kalerkantho


ডু প্লেসিসকে জরিমানা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ২১:৪৬ডু প্লেসিসকে জরিমানা

শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের দ্বিমত পোষণ করায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার রাতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সুপার টেনের গ্রুপ পর্বের ম্যাচে কর্তব্যরত আম্পায়ারের দেয়া এলবিডব্লুর সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করায় জরিমানা হিসেবে তার ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত নেয় আইসিসি। এ সময় ক্রিজ ছেড়ে চলে যাবার সময় মাথা নেড়ে ‘না’ বোধক মনোভাব প্রকাশ করেন প্রোটিয়া অধিনায়ক।
এই নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার একই অপরাধ করায় জরিমানা গুণতে হল ডু প্লেসিসকে। আগামী অক্টোবর মাসের আগে তিনি যদি ফের একই অপরাধ করলে তাকে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে নিজের বিরুদ্ধে আইসিসি প্রদত্ত শাস্তি মেনে নিয়েছেন ৩১ বছর বয়সী ডু প্লেসিস। এলবির ফাঁদে পড়ে ক্রিজ ছাড়ার আগে ৩১ রান সংগ্রহ করেন তিনি। যা দলীয় জয়ে ভূমিকা রেখেছে। যদিও নিয়ম রক্ষার ওই ম্যাচে জয়ে টুর্নামেন্টের পরের ধাপে খেলার কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ম্যাচে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের বিদায়। ফলে প্রথমবারের মত টি২০ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নটিও বাতিল হয়ে গেছে প্রোটিয়াদের জন্য।
আগামী বুধবার নয়াদিল্লিতে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার মুম্বাইয়ে ২য় সেমি-ফাইনালে ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।


মন্তব্য