kalerkantho


ওয়েস্টইন্ডিজ টি২০ বিশ্বকাপ স্কোয়াডে লেন্ডল সিমন্স

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ২০:০০ওয়েস্টইন্ডিজ টি২০ বিশ্বকাপ স্কোয়াডে লেন্ডল সিমন্স

আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে অন্তুর্ভুক্ত হয়েছেন লেন্ডল সিমন্স। সোমবার ওয়েস্টইন্ডিজ বোর্ড এ ঘোষণা দিয়েছে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া আন্দ্রে ফ্লেচারের বদলি হিসেবে ক্যারিবীয় স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সুপার টেন পর্বের গ্রুপ ম্যাচে অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়েন ফ্লেচার।
ফ্লেচারের বদলি হিসেবে ১৫ সদস্যের দলে সিমন্সের অন্তর্ভুক্তির জন্য আইসিসির কাছে আবেদন করা হয়েছিল বলে জানান ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার।
টুর্ণামেন্টের শুরুর সময় পিঠের ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে চলে যেতে হয়েছিল সিমন্সকে। তার পরিবর্তে এ সময় স্কোয়াডভুক্ত হন নবাগত ইভান লুইস। নাগপুরে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গণে অভিষিক্ত হন তিনি।
ম্যাচের ৫ম ওভারে হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়েন ফ্লেচার। যে কারণে মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। যদিও শেষ ওভারের ব্যাট করার জন্য তিনি ফের মাঠে প্রবেশ করেছিলেন। কিন্তু আফগানিস্তানের কাছে ৬ রানের হার থেকে দলকে বাঁচাতে পারেননি ফ্লেচার।


মন্তব্য