kalerkantho


রংপুর সেনানিবাসে ৪ দিনব্যাপী গলফ টুর্নামেন্টে অনুষ্ঠিত

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ২১:২২রংপুর সেনানিবাসে ৪ দিনব্যাপী গলফ টুর্নামেন্টে অনুষ্ঠিত

রংপুর সেনানিবাসে ৪ দিনব্যাপী ‘প্রাইম মেডিকেল কলেজ ইন্ডিপেনডেন্স ডে কাপ’ গলফ টুর্নামেন্ট-২০১৬ রোবাবর রাতে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। প্রাইম মেডিকেল কলেজ, রংপুর-এর পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশগ্রহণ করেন।
এতে পুরুষ বিভাগে মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বিজয়ী এবং বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আবুল ফজল মো. সানাউল্লাহ এইচডিএমসি, পিএসসি বেষ্ট গ্রস পেয়েছেন।
দ্বিতীয় বেস্ট গ্রস পেয়েছেন মেজর গোলাম মাবুদ হাসান এবং রানারআপ আপ পুরস্কার লাভ করেছেন মেজর মো. হুমায়ুন কবির।
ম্যাক্সিমাম পার পুরস্কার লাভ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কনভেনশনাল অন মেজর সরকার আব্দুল্লাহ নুর ফারুক, লংগেষ্ট ড্রাইভ মেজর এম এ ইউসুফ এবং নিয়ারেষ্ট টু পিন পুরস্কার লাভ করেছেন কর্নেল আজিজুল হক কাহ্হার।
মহিলা বিভাগে বিজয়ী হন নাসরিন হক ববি এবং বেস্ট গ্রস পুরস্কার লাভ করেছেন সাহিদা ফজল। জুনিয়র বিভাগে সুমাঈয়া হক সুবাহ বিজয়ী এবং ফিদা রানারআপ পুরস্কার লাভ করেন। সাব-জুনিয়র বিভাগে রেহান বিজয়ী এবং কাব্য রানারআপ পুরস্কার লাভ করেন।
রোববার সমাপনী অনুষ্ঠানে রংপুর এরিয়া কমান্ডার, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা আক্তার, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আক্কাস আলী সরকারসহ পরিচালকগণ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 মন্তব্য