kalerkantho


কুকুরের চিৎকারে খেলা দেখায় অসুবিধা, বচসা, খুন

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৮:৩০কুকুরের চিৎকারে খেলা দেখায় অসুবিধা, বচসা, খুন

মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের শেষ পর্যায়। ভারতীয় সমর্থকরা দাঁতে দাঁত চেপে বসে আছে। প্রতিটা বল টেনশনের। বেঙ্গালুরুর জে সি নগরে বড় স্ক্রিন খাটিয়ে খেলা দেখছিলেন বেশ কিছু যুবক। এমন সময়ই সেখানে কুকুর নিয়ে খেলা দেখতে আসেন জন কেনেডি। কেনে়ডির কুকুরের চিৎকারে তাঁদের খেলা দেখতে অসুবিধা হচ্ছে বলে বোঝান ওই যুবকরা। এরপরও কেনেডি কুকুর নিয়ে চলে না যাওয়ায় ওই যুবকরা তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বলে অভিযোগ।

এর কিছুক্ষণ পরেই বেশ কিছু যুবকের সঙ্গে নিয়ে খেলা দেখার স্থানে ফিরে আসেন কেনেডি। অভিযোগ, কেনেডি ও তাঁর দলের সঙ্গে বচসা বাধে খেলা দেখা যুবকদের। কেনেডির হাতে থাকা ভাঙা বিয়ার বোতলের আঘাতে গুরতর জখম হন বছর কুড়ির অবিনাশ নামে এক তরুণ। হাসপাতালে নিয়ে গেলে অবিনাশকে মৃত বলে ঘোষণা করা হয়। কেনেডিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। এবেলা

 


মন্তব্য