kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


কোহলিকে খোঁচা ফ্লিনটফের, সপাটে ‘চড়’ অমিতাভের!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৮:১৪কোহলিকে খোঁচা ফ্লিনটফের, সপাটে ‘চড়’ অমিতাভের!

সৌরভ গাঙ্গুলির সঙ্গে অ্যান্ড্রু ফ্লিনটফের সেই অধ্যায় মনে আছে নিশ্চয়ই। যা ছিল লর্ডসের গ্যালারিতে সৌরভের জার্সি ওড়ানোর উৎস।

এবার ফ্লিনটফের নিশানায় কোহলি। গোটা পৃথিবী যখন মোহালির ইনিংসের পরে কোহলির বন্দনায় ব্যস্ত, তখনই ফ্লিনটফের টুইট, এইভাবে খেললে কোহলি বড়জোর জো রুট (ইংল্যান্ডের ব্যাটসম্যান) হতে পারবে। সময় লাগেনি পাল্টা আসতে। টুইটারেই অমিতাভ বচ্চন যে উত্তর দিয়েছেন, তা ফ্লিনটফের বহুদিন মনে থাকার কথা। বিগ-বি লিখেছেন, ‘কে রুট? একেবারে শিকড় থেকে উপড়ে ফেলব এই রুট-কে। ’

হিন্দিতে করা এই টুইট নিশ্চয়ই ফ্লিনটফকে কেউ ইংরেজিতে বুঝিয়ে দিয়েছেন। এর পরে আর মুখ খোলার সাহস দেখাননি।


মন্তব্য