kalerkantho


ভারত-বাংলাদেশের ম্যাচ ফিক্সিং হয়েছে? তদন্তের দাবি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ১৩:৪৭ভারত-বাংলাদেশের ম্যাচ ফিক্সিং হয়েছে? তদন্তের দাবি

ভারত-বাংলাদেশ ম্যাচে গড়াপেটা হয়েছিল বলে পরোক্ষে দাবি উঠল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তৌসিফ আহমেদ এই দাবি তুলেছেন।

ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচের রিপিট টেলিকাস্ট দেখতে বসলেও অনেকের হৃৎপিণ্ড এখনও থমকে যাচ্ছে। সেই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া কোনোক্রমে বিশ্বকাপে টিকে রয়েছে। কিন্তু সেই ম্যাচ কি গড়াপেটা ছিল?

সরাসরি সে কথা না-বললেও, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তৌসিফ আহমেদ বলেছেন, এই ম্যাচটি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কেননা, তাঁর কাছে ম্যাচের ফলাফল ঘোরতর সন্দেহজনক। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যেভাবে ম্যাচটি শেষ হয়েছে, তাতে আমার কিন্তু ব্যাপারটা মোটেই ঠিক মনে হয়নি। এই ম্যাচটি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। গোয়েন্দা দিয়ে তদন্ত করাক আইসিসি।

কেন তিনি এ কথা মনে করছেন, তার নেপথ্যেও যুক্তি দিয়েছেন তৌসিফ। বলেছেন, বাংলাদেশ কিন্তু এখন আর অনভিজ্ঞ দল নয়। ওদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমি এটা বুঝতে পারলাম না, কেন সেই সব খেলোয়াড় আগে ম্যাচ টাই করার চেষ্টা করল না? তার পরে জয়ের জন্য ঝাঁপাতে পারত।

 


মন্তব্য