kalerkantho


ইডেনে আলো বন্ধের দায় চাপল ৭৫ বছরের বৃদ্ধের উপর

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ২২:০৯ইডেনে আলো বন্ধের দায় চাপল ৭৫ বছরের বৃদ্ধের উপর

শেষ পর্যন্ত দায় চাপল ৭৫ বছরের বৃদ্ধর ঘারে। তাঁর হাতেই নাকি ছিল এই দায়িত্ব। ইডেনের আলো সারাদিন চলে সিইএসসির মাধ্যমে। কিন্তু রাতে সেটিই চলে যায় একটি প্রাইভেট সংস্থার হাতে। খেলার দুই অর্ধের মাঝেই সিইএসসি থেকে লাইন বদলে জেনারেটরে স‌ংযোগ করার কথা ছিল। সেটাই নাকি করতে ভুলে গিয়েছিলেন এই বৃদ্ধ কর্মচারী।
তাঁর ভুল তিনি নাকি লিখিত ভাবেও স্বীকার করে নিয়েছেন। এমনটাই জানিয়েছেন সিএবির যুগ্ম সচিব সুবার গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, প্রথমে ভাবা হয়েছিল জেনারেটরের সমস্যা কিন্তু পরে জানা গেল এই ভুলের জন্যই আলো নিভে হয়ে যায়। বয়স্ক মানুষ তাঁকে আর কী বলব। ও লিখিতভাবে ওর ভুল স্বীকার করে নিয়েছে। ফাইনালে যাতে এমন সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য আগে থেকেই ব্যাবস্থা নিতে শুরু করে দিল সিএবি। সিএবির পক্ষ থেকে সুবীর গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ফাইনালের দিন প্রতি টাওয়ারে দু’ধন করে সিইএসসির ইঞ্জিনিয়ার থাকবে। বিশ্বকাপের ম্যাচে ইডেনের আলো নিভে যাওয়ার জন্য আইসিসির তরফে এখনও কোনও বার্তা আসেনি সিএবির কাছে।


মন্তব্য