kalerkantho


আত্মহত্যা করার কথা ভেবেছিলেন সুরেশ রায়না!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ১৫:৩০আত্মহত্যা করার কথা ভেবেছিলেন সুরেশ রায়না!

সুরেশ রায়না। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং হ্যান্ড হিসেবে ধরা হয় তাঁকে। ইদানীং ব্যাটে খরা চললেও অতীতে দলের জয়ে অনেকবারই তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গেছে। সেই সুরেশ রায়না কি না আত্মহত্যা করতে চেয়েছিলেন! সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে সম্প্রতি এই তথ্য সামনে এসেছে।

খবর অনুযায়ী, ছাত্রাবস্থায় তাঁকে নানা অত্যাচারের শিকার হতে হয়েছিল। একবার এক নিদারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রায়না। বয়স তখন ১৩। থাকেন হোস্টেলে। একদিন ট্রেনে করে যাচ্ছিলেন। ঘুমের মধ্যে বুকের ওপর একটা চাপ অনুভব করেন তিনি। ঘুম ভেঙে যায়। দেখেন তাঁর হাত-পা বাঁধা। একটা ছেলে (নাবালক) তার বুকের ওপর বসে। তাঁর মুখের ওপর প্রস্রাব করে সে। কোনোভাবে তাকে বুকের থেকে সরিয়ে ট্রেন থেকে নামতে সক্ষম হন সেদিন।

আরও একবার তাঁকে হকিস্টিক দিয়ে বেধড়ক পেটানো হয়। তাঁর এক সঙ্গীকেও এমনভাবে মেরেছিল দুষ্কৃতকারীরা, যে কোমায় চলে গিয়েছিল সে। মাত্রাছাড়া অত্যাচারের জেরে একবছরের মধ্যেই লখনউয়ের ওই স্পোর্টস হস্টেল ছাড়েন তিনি। সে সময়ই তিনি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন সুরেশ  রায়না। তবে তাঁর ভাইয়ের কথায় তিনি ফের হোস্টেলে ফেরেন। আর তারপর? সবকিছুকে দূরে সরিয়ে তিনি আজকের সুরেশ রায়না হয়ে উঠেছেন।


মন্তব্য