kalerkantho


মাথায় বল নিয়ে আবার গিনেস বুকে নাম লেখালেন হালিম

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১৮:২১মাথায় বল নিয়ে আবার গিনেস বুকে নাম লেখালেন হালিম

মাথায় বল নিয়ে ১৫.২ কিলোমিটার হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের আব্দুল হালিম। সেটা ছিল ২০১২ সালে। বছর চারেক পর আরেকটি বিরল রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখালেন বাংলাদেশের এই ফুটবল কসরতবিদ।
এবার স্কেটিং জুতো পরে, মাথায় বল নিয়ে ২৭.৬২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
গেল বছরের ২২ নভেম্বর ওয়ালটনের ব্যানারে এই বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা চালিয়েছিলেন হালিম। তার এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। সেগুলো গিনেস বুক কর্তৃপক্ষ বিচার-বিশ্লেষণ করে বৃহস্পতিবার আব্দুল হালিমকে নতুন বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিয়েছে।
আব্দুল হালিমকে অভিনন্দন জানিয়ে গিনেস বুক কর্তৃপক্ষ একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে। তা ছাড়া গিনেস বুকের ওয়েবসাইটেও আব্দুল হালিমের নতুন রেকর্ডটি শোভা পাচ্ছে।


মন্তব্য