kalerkantho


আগামীকাল মহিলা হ্যান্ডবলের দুই সেমিফাইনাল

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ২১:২৪আগামীকাল মহিলা হ্যান্ডবলের দুই সেমিফাইনাল

লোটো জাতীয় যুব মহিলা হ্যান্ডবল (অনুর্ধ-১৯) প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল আগামীকাল মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম মুনসর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় সেরা দল হিসেবে সেমিতে উঠেছে ক-গ্রুপ থেকে বিজেএমসি, খ-গ্রুপ থেকে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, গ্রুপ-গ থেকে নওগা জেলা ক্রীড়া সংস্থা এবং ঘ-গ্রুপ থেকে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বিজেএমসি ও ফরিদপুর জেলা। বেলা সাড়ে ৩টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পঞ্চগড় ও নওগা।
আজ সোমবার অনুষ্ঠিত গ্রুপ পর্বে দিনের প্রথম ম্যাচে নওগা জেলা ২৩-২ গোলে গোপালগঞ্জকে এবং অপর ম্যাচে ফরিদপুর ২১-১১ গোলে জামালপুরকে পরাজিত করে।


মন্তব্য