kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


'চিৎকার করবেন না, মেয়ের ঘুম ভেঙে যাবে'

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ০৯:০৬'চিৎকার করবেন না, মেয়ের ঘুম ভেঙে যাবে'

ইডেন ছাড়িয়ে ভারতের জয়ের রেশ তখন পৌঁছে গেছে দেশের প্রতি প্রান্তে। সেখানে স্বয়ং ক্যাপ্টেনের পাড়া কি আর বাকি থাকে? ইডেন গার্ডেন্সে পাকিস্তানকে ভারত হারানোর পরই মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে জড়ো হয়ে আনন্দে মাতেন ভক্তরা।

শুরু হয় আতসবাজি। তার মধ্যেই টুইটটা করলেন তিনি। টুইটে ধোনি লিখেছেন, ''আমার বাড়ির বাইরে অনেকে জড়ো হয়েছেন। চিৎকার করছেন। আতশবাজি পোড়াচ্ছেন। ” এরপরই তাঁর আবেদন, ''চিৎকার করবেন না, আমার ছোট্ট মেয়ের ঘুম ভেঙে যাবে। ''

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কিছুটা চাপে ছিল ভারত। ইডেনে সেই চাপকে ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ক্যাপ্টেন কুল। ভারতের জয়ের জন্য যখন সাত রান দরকার, তখন হাঁকালেন ছক্কা। তারপর এক রান নিয়ে পাকিস্তানকে বিশ্বকাপে হারানোর রেকর্ড অক্ষত রাখলেন। আর ধোনি জয়ের রান নেওয়ার পরই আনন্দে গর্জে উঠল ইডেন। তার সঙ্গে সারা দেশ।

নিজের এক বছরের মেয়ের ঘুম ভেঙে যেতে পারে বলে চিন্তিত হলেও জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাতে কিন্তু ভোলেননি ধোনি।


মন্তব্য