kalerkantho


মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক গলফ টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাভার    

১৯ মার্চ, ২০১৬ ১৪:১৭মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক গলফ টুর্নামেন্ট উদ্বোধন

সাভারে দুই দিনব্যাপী দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড গলফ টুর্নামেন্ট-২০১৬ উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার সকালে সাভার গলফ ক্লাব মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন সাভার সেনানিবাস নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রধান উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান, গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টরা, সদস্যসচিব ও নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিদেশি গলফার এবং বাংলাদেশের সকল গলফ ক্লাবের গলফাররা অংশগ্রহণ করছেন।

 


মন্তব্য