kalerkantho


টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ১৯:৫৪ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

আগেই বলেছিলেন, টস জিততে চান। এউইন মরগ্যান টস জিতলেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তই নিলেন। প্রোটিয়াদের এটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। ইংল্যান্ডের দ্বিতীয়। আগের ম্যাচে এই মাঠেই ১৮২ রান করেছিল ইংল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেসে খেলেই জিতেছে ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ে। গেইল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন।

এই বছরই দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ইংল্যান্ড। ২০ ওভারের এই খেলায় ১১ দেখায় ৭বার জিতেছে প্রোটিয়ারা। ইংলিশদের জয় ৩টিতে। অন্যটি হয়েছে পরিত্যক্ত।

আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তাদের মন মতো শক্তিশালী একাদশই নামাতে পেরেছে। ৬ ব্যাটসম্যান ও ৫ বোলারের একাদশ। সেখানে এবি ডি ভিলিয়ার্সকে ৪ নম্বরে ব্যাট করতে হবে। কুইন্টন ডি কক ও হাশিম আমলা ওপেনিংয়ে। তারপর আছেন ফাফ ডু প্লেসিস। খেলছেন জেপি ডুমিনি, ডেভিড মিলার ও অল রাউন্ডার ক্রিস মরিস। বোলিংয়ে সেরা পেসার ডেল স্টেইন আছেন। তার সঙ্গী হালের তরুণ পেস সেনসেশন কাগিসো রাবাদা। কাইল অ্যাবট অন্য পেসার। স্পিনে লেগি ইমরান তাহির।


মন্তব্য