kalerkantho


বিজিবির দিনাজপুর সেক্টরে আন্তঃব্যাটালিয়ন বক্সিং প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি    

১৬ মার্চ, ২০১৬ ১৩:২৯বিজিবির দিনাজপুর সেক্টরে আন্তঃব্যাটালিয়ন বক্সিং প্রতিযোগিতা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরে আয়োজিত আন্তঃব্যাটালিয়ন বক্সিং প্রতিযোগিতায় ৪২ নম্বর ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার আপ অর্জন করেছে ৩ নম্বর ব্যাটালিয়নের খেলোয়াড়রা। দলগত চ্যাম্পিয়নে তারা সাতটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে। এ ছাড়া রানার আপ দল দুইটি স্বর্ণ, চারটি রৌপ্যসহ পাঁচটি ব্রোঞ্জ পদক লাভ করেছে।
 
গত ১৪ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি ব্যাটালিয়নের ৫৪ জন বক্সিং খেলোয়াড়। বিজিবির ৪২ নম্বর ব্যাটালিয়নের সিপাহী রোবায়েত কবির রনি নতুন গ্রুপে এবং ল্যান্স নায়েক রমজান আলী প্রবীণ গ্রুপে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফিসহ ব্যক্তিগত পুরস্কার তুলে দেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর ৩ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবীর সরকার, ২৯ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী, ৪২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতার ইকবাল প্রমুখ।

 


মন্তব্য