kalerkantho


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ নিয়োগের সিদ্ধান্ত নেবে বিসিসিআই

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১৫:১০টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ নিয়োগের  সিদ্ধান্ত নেবে বিসিসিআই

নিজ মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে এপ্রিল-মে মাসে জাতীয় দলের নতুন জার্সি গায়ে চাপানোর সময় নতুন কোচ পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রিই টিম ডিরেক্টর এবং বাকি সাপোর্টিং স্টাফ হিসেবে সঞ্জয় বাগনার, ভরত অরুণ ও আর শ্রীধর বহাল থাকবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে বিসিসিআই।

বিসিসিআইর এক কর্মকর্তা জানান, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত হাই প্রোফাইল পরামর্শক কমিটি মার্চ-এপ্রিলের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচ নির্বাচন করবেন।

ওই কর্মকর্তা বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থাকা সফরেই আমরা নতুন কোচ পেতে চাই। আইপিএল (এপ্রিল-মে) চলাকালীন আমরা সময় পাচ্ছি। সুতরাং এ সময় আমাদের পরামর্শক কমিটি বৈঠক করবে এবং নতুন কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা প্রক্রিয়া শুরু করব।'' আইপিএল শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের।

ভিভিএস লক্ষণ তাকে কোচ হওয়ার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছেন বলে এর আগে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা খেলোয়াড় মাইকেল হাসি।


মন্তব্য