kalerkantho


টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবনতি

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৮:৩৫টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবনতি

আইসিসির টি-টোয়েন্টি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরো অবনতি হয়েছে পাকিস্তানের। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শহীদ আফ্রিদির দল নেমে গেছে আট নম্বরে। তারা ছিল ছয় নম্বরে। বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছে। উঠে গেছে ফাইনালে। তবে তাদের অবস্থান এখনো বদলায়নি। ১০ নম্বরেই আছে তারা। বাংলাদেশের আগে ৯ নম্বরে আছে আফগানিস্তান। টাইগারদের চেয়ে ২ রেটিং পয়েন্ট বেশি তাদের।
 
বাংলাদেশ ও আফগানিস্তানের ঠিক পেছনেই এখন সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এমএস ধোনির দল আছে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড চার নম্বরে। ইংল্যান্ড পাঁচে। শ্রীলঙ্কা এখন ৬ নম্বর। ৭ নম্বরে অস্ট্রেলিয়া।


মন্তব্য