kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


জাতীয় দলে এক বছরের জন্য নিষিদ্ধ মামুনুল, জাহিদ

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১৫:০৮জাতীয় দলে এক বছরের জন্য নিষিদ্ধ মামুনুল, জাহিদ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের সময় শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দলে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মামুনুল ইসলাম ও জাহিদ হোসেন। এ ছাড়া ইয়াসিন খান ও সোহেল রানাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ভারতে হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা।
 
এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। সে অনুযায়ী ন্যাশনাল টিমস কমিটি ফুটবলারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল। শুনানি শেষে বুধবার ন্যাশনাল টিমস কমিটি মামুনুল, জাহিদ, ইয়াসিন ও সোহেল রানাকে এই শাস্তি দেওয়ার কথা জানায়। জাতীয় দলে খেলতে না পারলেও এ সময়ে ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন তারা।

 


মন্তব্য