kalerkantho


কাল শুরু হচ্ছে জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ২০:২৬কাল শুরু হচ্ছে জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে শিরোপার জন্য।
গত আসরের চ্যাম্পিয়ন দল, বাছাই পর্বের ৬ ভেন্যুর ৬ চ্যাম্পিয়ন দল ও বেষ্ট রানার্সআপ দল সুযোগ পাচ্ছে এই চূড়ান্ত পর্বে। দুপুর ১টায় উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ লড়াই করবে রাজবাড়ির বিপক্ষে। বিকাল ৩টায় দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বিজেএমসি ও রংপুর। এ আসরের চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ ও রানার্সআপ দলকে পঁচিশ হাজার টাকাসহ ট্রফি প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে ৩০ হাজার টাকা করে অংশগ্রহণ ফি।
গত নভেম্বরে দেশের ৬টি ভেন্যুতে ৩৯টি দল নিয়ে শুরু হয়েছিল প্রাথমিক পর্ব। ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন দল হিসেবে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বিজেএমসি, রংপুর, রাজবাড়ি, আনসার ভিডিপি, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা দল। আর বাছাই পর্বের বেষ্ট রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে উঠে আসে খুলনা। এই সাত দলের সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ জেলা দল সরাসরি মূল পর্বে লড়াইয়ে মাঠে নামবে। বাছাইকৃত এই আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপে রয়েছে ময়মনসিংহ, বিজেএমসি, রংপুর ও রাজবাড়ী। গ্রুপ বি- তে থাকছে আনসার ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা ও খুলনা জেলা দল।
২০০৯ সাল থেকে শুরু হওয়া জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ জাতীয় দল গঠনে দারুন সহযোগিতা করে আসছে। নেপালে গত বছর অনুষ্ঠিত রিজিওনাল মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জনকারী বাংলাদেশ দলটিও উঠে এসেছিল এ আসর থেকেই। এ বিষয়ে আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা উইংসের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে আমরা প্রতি বছর অনেক প্রতিভাবান ফুটবলার পেয়ে থাকি। গত বছর যে দলটি নেপালে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা এখান থেকেই বাছাই করা ফুটবলারদের দিয়ে তৈরি করা। আমরা এ আসরটি নিয়মিত করতে চাই। এসএ গেমস সহ অন্যান্য আসরের ব্যস্ততার কারণে ইচ্ছে থাকার পরও এতোদিন মূলপর্বের খেলা আয়োজন সম্ভব হয়নি।’


মন্তব্য