kalerkantho

ডেলনি হাউস

পিয়াস মজিদ
(উৎসর্গ : প্লাবন ইমদাদ)

২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০কুয়াশার করতালি নিয়ে যায়

বাড়িটির সদর-অন্দর।

যেখানে গাছপালার গম্বুজ আর নাশক সবুজ; 

এখানের আকাশে গেল রাতভর ঘুমিয়েছে

ইতিহাস-জ্যোত্স্নার দুধ;

দুধ জমে জমে ঘন হয়ে

এই সকালে ক্ষীরের পুতুল। 

পুতুলটি না পেয়ে অধরা মাধুরীর

কান্নার রূপ দেখে বুঝি

আমাদের কয়েক শ বছরের বুকের ভেতর

কতটা গার্বেজ আর পূর্ণিমা কয়টা!

বাড়িটির এক কোণে বন্দি ঈশ্বরের অভিশাপ

বুনো বাতাস হয়ে ভেসে বেড়ায়।

পুণ্যের মচ্ছবে সোনালি পতন-লোভে 

এই তারাকুঠি, সুরেলা জেলখানায়

আমার আর বন্দি হতে কত দেরি

ও মীরা, মল্লিকা অথবা পল ডেলনি?মন্তব্য