kalerkantho


আগামী সংখ্যায় শুরু হচ্ছে
হরিশংকর জলদাসের

মৎস্যগন্ধা

ধা রা বা হি ক উ প ন্যা স

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০মৎস্যগন্ধা

মৎস্যগন্ধা মহাভারতের এক অনার্য নারী। মাছের পেটে জন্ম তার। সারা গায়ে সর্বদা মাছের গন্ধ বলে সে মৎস্যগন্ধা । অন্নসংস্থানের জন্য উনিশ বছর বয়সী মৎস্যগন্ধা বৈঠা হাতে তুলে নিল। যমুনা নদীর মাঝখানে মৎস্যগন্ধা ধর্ষিত হলো। কে এই ধর্ষণকারী? মৎস্যগন্ধা গর্ভে কি কোনো সন্তান জন্ম নিল? কে এই সন্তান? মৎস্যগন্ধা জীবন কি ওখানেই থেমে থেকেছিল? মৎস্যগন্ধা যোজনগন্ধা হলো কিভাবে? শেষ পর্যন্ত মৎস্যগন্ধা কুরুবংশের দোর্দণ্ডপ্রতাপ মহারানিতে রূপান্তরিত হলো কিভাবে?

চার হাজার বছর আগেকার জীবনের সঙ্গে বর্তমান জীবনের অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন ঔপন্যাসিকমন্তব্য