kalerkantho


বিশ্বসাহিত্য

অন্য ‘ফায়ার অ্যান্ড ফিউরি’

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০অন্য ‘ফায়ার অ্যান্ড ফিউরি’

কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ র‌্যান্ডেল হ্যানসেনের একটি বই প্রকাশিত হয়েছিল ১০ বছর আগে। গবেষণা ও ইতিহাসভিত্তিক একটি বই প্রকাশ হলে যা হয়, এ বইটির ব্যাপারেও তা-ই ঘটেছিল—প্রথম দিকে বেশ সাড়া, তারপর আস্তে আস্তে বিক্রি থিতিয়ে আসা। কিন্তু ১০ বছর বাদে তাঁর বইটি হঠাৎ করেই বেস্ট সেলারের তালিকায় চলে এসেছে। কারণ আর কিছুই নয়; বইটির নাম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের ভেতরের খবর নিয়ে লেখা সাংবাদিক মাইকেল উলফের বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে ঝড় তোলে। ব্যক্তিগত বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন ট্রাম্প ও বইটির লেখককে সাক্ষাৎকার দেওয়া হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন। বইটির প্রকাশনা বন্ধের চেষ্টাও চালিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রকাশের ধার্য দিনের কয়েক দিন আগেই বইটি প্রকাশ করা হয়। বইটি কেনার জন্য পাঠকরা দোকান ও বিভিন্ন সাইটে ভিড় করছেন। পাঠকরা এখানেই তালগোল পাকিয়ে ফেলেছেন। কারণ ১০ বছর আগে হ্যানসেনের প্রকাশিত বইটির নামও ‘ফায়ার অ্যান্ড ফিউরি’। হ্যানসেনের ‘ফায়ার অ্যান্ড ফিউরি : দি অ্যালাইড বম্বিং অব জার্মানি, ১৯৪২-১৯৪৫’ নামের বইটির বিক্রি ব্যাপক বেড়ে গেছে বলে জানা গেছে। এ জন্য হ্যানসেন রসিকতা করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ঠিক কত কপি বিক্রি হয়েছে, তা জানাতে পারেননি হ্যানসেন। আগামী মাসে রয়ালটির অর্থ পেলে জানা যাবে এর সঠিক সংখ্যা।

 

রিয়াজ মিলটনমন্তব্য