kalerkantho


সত্য শেষ পর্যন্তই সত্য

আরিফ মঈনুদ্দীন

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০অজস্র মিথ্যার মাঝে একটি সত্যের অকপট উচ্চারণ

হিমশিম খেতে খেতে বজ্রকঠিন উদ্ধত স্বভাবে দাঁড়িয়ে যায়

পাহাড় যেমন টলে না কখনো সামান্য হাওয়ায়

মিথ্যার বেসাতি স্বার্থের রুপালি ক্ষুরে কাটে যেমন সোনালি কোষাগার

 

এদিক-ওদিক লুকোচুরি—

ফুলে ওঠা মুখমণ্ডলের শিরায় বদখত কেউ

চৌর্যবৃত্তির নির্লজ্জ উদ্ভাসে যখন সম্মুখে এসে দাঁড়ায়

দেখেই তো চেনা যায়, কতটুকু কেটে ফালি ফালি করেছে জমিন

একদিন ঢেকে রাখা অসত্যর মুখ অবলীলায় বেরিয়ে পড়ে

                      কারো যেন অলৌকিক ইশারায়।

 

ঢাউস এ-বেলাহাজ কর্মযজ্ঞ কতক্ষণ আর ঢেকে রাখা যায়

শেষাবধি সত্যেরই জয়

যদিও অনেক চড়াই-উতরাই পার হয়ে কাঠখড় নিরবধি পোড়াতেই হয়।মন্তব্য