kalerkantho


ভর্তীচ্ছুদের সহায়তায় শুভসংঘের বন্ধুরা

সজীব আহমেদ   

২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ভর্তীচ্ছুদের সহায়তায় শুভসংঘের বন্ধুরা

ভর্তীচ্ছু শিক্ষার্থীদের নানা ধরনের সহায়তা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুভসংঘের বন্ধুরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তীচ্ছুদের সহায়তা করেছে শুভসংঘের বন্ধুরা। বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেটসংলগ্ন একটি তথ্য প্রদান ও সহায়তা কেন্দ্র  তৈরি করে তারা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় গত ১১ নভেম্বর এবং শেষ হয় ১৫ নভেম্বর। এই পাঁচ দিন শুভসংঘের সদস্যরা ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্যসেবা এবং আবাসনব্যবস্থা নিশ্চিত করতে কাজ করেছে। শুভসংঘ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলার ছাত্র সংগঠনগুলো ভর্তি তথ্য কেন্দ্র  খুলেছিল।

এ ছাড়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে প্রায় ৫০ ফুট রাস্তায় আলপনা করে শুভসংঘের বন্ধুরা।মন্তব্য