kalerkantho


পথশিশুদের খাবার বিতরণ

কবির হোসেন মিজি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পথশিশুদের খাবার বিতরণ

পথশিশু ও গরিব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ করছেন কয়েকজন বন্ধু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পথশিশু ও গরিব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ করল ‘ছায়াতরু’ নামের একটি সামাজিক সংগঠন। ৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা শহরের কালীবাড়ি রেলওয়ে কোর্ট স্টেশন, ওয়্যারলেস, পুরানবাজার ও বড় স্টেশনসহ বিভিন্ন স্থানের শতাধিক গরিব অসহায়ের মাঝে খাবার বিতরণ করেন ছায়াতরু সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ছায়াতরুর সাধারণ সম্পাদক আরিফ রাসেল, প্রচার সম্পাদক সুমন কুমার দত্ত, সদস্য মো. কবির হোসেন মিজি, মো. ইউসুফ, সুশান্ত কুমার দাস প্রমুখ।

সংগঠনটি বিভিন্ন সময়ে চাঁদপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, লেখক সম্মাননা, মাদকবিরোধী প্রচার-প্রচারণা ও একটি মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে। সংগঠনের নেতারা বলেন, ‘গরিব অসহায়দের পাশে দাঁড়াতে ও সমাজসেবামূলক কাজ করার জন্যই আমাদের সংগঠনটি। আমরা তরুণরা এগিয়ে এলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। আমরা চাই দেশ ও সমাজের সেবাই হোক তরুণ প্রাণের জয়ধ্বনি।’মন্তব্য