kalerkantho

১ম ক লা ম

নবীনবরণ

সিলেট অফিস   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল-১, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. গোলাম শাহি আলম। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম মাহবুব, প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস প্রমুখ। বিকেলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য