kalerkantho


সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড আগামী শুক্রবার

শাবিপ্রবি প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড আগামী শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হবে।

এই অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। সোমবার সিলেট অঞ্চলের অলিম্পিয়াডের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুস সোবহান এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় রিপোর্টিং, সকাল ১১টায় পরীক্ষা, দুপুর ১২টা থেকে প্রদর্শনী শুরু হবে।

দুপুর ২টায় শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা এবং বিকেল ৩টায় পুরস্কার বিতরণ করা হবে। সিলেট বিভাগের চারটি জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেবে। এরপর সেরা ২০ শিক্ষার্থী আগামী ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত বুয়েটের রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হবে।মন্তব্য