kalerkantho

শোক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোক

ইকবাল বদরী

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ কে এম ইকবাল বদরী (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয় একটি হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে বদরখালী হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

নুরুল কবির

চকরিয়া পৌরসভার সিকদারপাড়া নিবাসী নুরুল কবির কন্ট্রাক্টর (১০০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে মারা যান। তিনি তিন ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে বাড়ির কাছে তরছঘাটায় নিজের প্রতিষ্ঠিত মাদরাসা মাঠে জানাজা শেষে তাঁকে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য