kalerkantho


চবিতে মাসব্যাপী বিতর্ক কর্মশালা আজ থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) মাসব্যাপী পঞ্চদশ বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালা আজ সোমবার শুরু হচ্ছে।

রবিবার দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষয়টি জানান সংগঠনটির সভাপতি হিমাদ্রি শেখর নাথ। তিনি জানান, কর্মশালায় ১০৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে ক্লাস নেবেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দিন আহমেদ, আইন অনুষদের ডিন ড. এ বি এম আবু নোমান এবং ইংরেজি বিভাগের শিক্ষক ড. সুকান্ত ভট্টাচার্য। আয়োজনটির মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ।মন্তব্য