kalerkantho

৪র্থ দিনে মনোনয়নপত্র নিলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বুধবার ৪র্থ দিনে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাঁদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ আসনে দিলীপ বড়ুয়া (সাম্যবাদী দল), মোহাম্মদ শামসুদ্দিন (ইসলামী আন্দোলন), চট্টগ্রাম-২ মির্জা মোহাম্মদ আকবর (বিএনপি), চট্টগ্রাম-৪ মোশাররফ হোসেন দিপ্তী (বিএনপি), চট্টগ্রাম-৭ মুফতি ফয়জুল্লাহ (ইসলামী ঐক্যজোট), চট্টগ্রাম-৮ শরীফ উদ্দিন খান (স্বতন্ত্র) ও হাসান মাহমুদ চৌধুরী (স্বতন্ত্র), চট্টগ্রাম-৯ আলী নেওয়াজ খান (ন্যাপ), চট্টগ্রাম-১১ সোলায়মান আলম শেঠ (জাতীয় পার্টি), চট্টগ্রাম-১৩ ইরফানুল আলম খান (ইসলামী আন্দোলন), চট্টগ্রাম-১৬ আশীষ কুমার শীল (ন্যাপ), জাকের হোসাইন চৌধুরী বাচ্চু (স্বতন্ত্র) প্রমুখ। রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা।

মন্তব্য