kalerkantho

চট্টগ্রাম-১৩

মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের ৩ বিএনপির ২ নেতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ১৬ ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন। এখানে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন দৌঁড়ে আছেন পাঁচ নেতা।

আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াশিকা আয়েশা খান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহাজাদা মহিউদ্দিন। বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও দক্ষিণ জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দক্ষিণ চট্টগ্রামের সবকটি আসনে বিএনপি জিতবে।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, ‘আনোয়ারা-কর্ণফুলীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কোনো বিকল্প নেই।’

মন্তব্য