kalerkantho


বোয়ালখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০দুই ঘণ্টায় এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ জানান, বণিকপাড়া ও সদরে একটি পাগলা কুকুর আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছে। এতে পথচারী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কুকুরের কামড়ে আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ শিশুসহ ১১ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পাগলা কুকুরটিকে ধরতে চেষ্টা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলো মো. তৌহিদ (৪), রিফাত (৪), রিয়া (৯), শুভকর (২০), ভাস্কর ধর (৯), দীপ ধর (৬), জয়রাম বিশ্বাস (৯), নুর বেগম (৩৫), মো. আবদুল আজিজ (৪০), জয়ন্তী দাশ (৪৮) ও মাধব ধর (৪৪)।মন্তব্য