kalerkantho


শেখ রাসেলের ৫৪তম জম্মবার্ষিকী উদযাপন

নোয়াখালী ও পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী শিশু একাডেমির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ে শিশু কিশোরদের আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, কেককাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক, নোয়াখালী জেলা শিশু একাডেমির কর্মকর্তা মোসলেউদ্দিন বক্তব্য দেন।

পরে জেলা প্রশাসক তন্ময় দাস শিশুদের নিয়ে কেক কাটেন।

পটিয়া : দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক চেয়ারম্যান মুহাম্মদ সেলিম।

সাধারণ সম্পাদক বিকাশ দে বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নিহার চক্রবর্ত্তী, মিহির চক্রবর্ত্তী, কাজল চন্দ্র দে, স্বপন কান্তি নাথ, সুপ্রকাশ চক্রবর্ত্তী অপু, বিধান কুমার দে, অনুপ কুমার মিত্র, নিখিল মিত্র, মেম্বার অজিত দেবনাথ, আহমদ নুর সাগর, কামার উদ্দীন, ভুবন কুমার দে, রনধীর চক্রবর্ত্তী, নুরুল কবীর শিবলু, সাদ্দাম হোসেন, নান্টু নাথ, মিলন নাথ প্রমুখ।

বক্তারা সবার জন্য বাসযোগ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ রাসেলের আদর্শ অনুসরণের আহ্বান জানান।মন্তব্য