kalerkantho


রোহিঙ্গাশিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

শিশুসহ দগ্ধ ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০টেকনাফ রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে শিশুসহ একই পরিবারের তিন সদস্য অগ্নিদগ্ধ হয়েছে। তবে তাদের মধ্যে অগ্নিদগ্ধ এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

মঙ্গলবার রাত ১১ টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের মোহাম্মদ ইউনুচের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ঘরের কর্তা মোহাম্মদ  ইউনুছ (৩৩), তাঁর স্ত্রী সেতেরা বেগম (২২) ও তাঁদের দেড় বছর বয়সী শিশু সন্তান মোহাম্মদ ইয়াছিন দগ্ধ হন। শিশু ইয়াছিনকে মারাত্মক আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে এবং রোহিঙ্গা দম্পতিকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের হাসপাতালে ভর্তি করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ‘শালবাগান রোহিঙ্গা শিবিরের ইউনুছের স্ত্রী সেতেরা বেগমের ঘরে রান্নার সময় গ্যাসের সিলিন্ডার ফুটো হয়ে যায়। এ সময় পুরো ঘরে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে ৩ জন সদস্য আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শালবন রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নারী রমিদা বেগম বলেন, ‘রাতে একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ঘরের লোকজনের চিৎকার শুনে অন্যারা এগিয়ে এসে আগুন নিভিয়ে বাড়ির সদস্যদের উদ্ধার করেন।’

 

 

 

 মন্তব্য