kalerkantho


বহদ্দারহাটে তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বহদ্দারহাটে তুলার গুদামে আগুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে গতকাল তুলার গুদামে আগুন লাগে। এ সময় পাশের কয়েকটি দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ছবি : কালের কণ্ঠ

নগরের বহদ্দারহাটের কাশবন রেস্টুরেন্টের পেছনে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে লাগা এ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকান ও বসতঘর।

চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, বহদ্দারহাটে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।মন্তব্য