kalerkantho


কবি প্রণয় কান্তি স্মরণে উচ্চারকের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০কবি প্রণয় কান্তির প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে উচ্চারক আবৃত্তি কুঞ্জ আয়োজিত ‘এখন মৃতদের সময়’ শিরোনামে স্মরণানুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। নগরের এম এম আলী রোডে সংগঠনের কার্যালয়ে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, অধ্যাপক ড. শ্যামল দত্ত, কবি এজাজ ইউসুফী, কবি হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী, সাংবাদিক মাঈনুদ্দিন দুলাল, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, নাট্যজন স্বপন মজুমদার ও কবির সহধর্মিণী কবি অনুপমা অপরাজিতা, শেখ সেলিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চারক সভাপতি বাচিকশিল্পী ফারুক তাহের। মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মো. জামিউর রহমান আকাশ, আফনান হোসাইন, এ এস এম এরফান প্রমুখ।

 মন্তব্য