kalerkantho


আগুনে ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘর করে দেবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নগরের আসকারদিঘির পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রীশ্রী লোকনাথ ধাম সংস্কারসহ ১৩ পরিবারকে ঘর নির্মাণ করে দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ঘোষণা দেন।

এ সময় মেয়র অগ্নিদুর্গতদের মাঝে থালা-বাসনসহ গৃহস্থালি সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা দেন। তিনি বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকনাথ মন্দিরও নির্মাণ করা হবে। আগামীকাল (আজ) রবিবার থেকে ঘর নির্মাণের কাজ শুরু করা হবে।’

এ ছাড়া জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ক্ষতিগ্রস্তদেরকে ১৫ দিনের খাওয়ার ব্যবস্থা এবং প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন। এ সময় নগর আওয়ামী লীগ নেতা চন্দন ধর, মসিউর রহমান, মানস রক্ষিত, দেবাশীষ গুহ বুলবুল, অমল মিত্র, টিংকু বড়ুয়া, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, গিয়াস উদ্দিন, মোরশেদ আকতার, সাবের আহমদ, লুত্ফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য