রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭’ এর বৃহস্পতিবারের খেলায় রাউজান পৌরসভার বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ একাদশ ৪-০ গোলে বিনাজুরী ইউনিয়ন হালদা একাদশকে পরাজিত করেছে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাউজান আরআরএসি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ও জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক অফিসার সজল চন্দ্র চন্দ, বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, কাউন্সিলর জেবুন্নেছা, নাছিমা আকতার প্রমুখ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...