kalerkantho

দুর্নীতিবিরোধী প্রচার

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০দুর্নীতিবিরোধী প্রচার

কক্সবাজারের চকরিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ‘স্টিকার ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে একযোগে এ ক্যাম্পেইন চলে। ক্যাম্পেইনে সবার নজর কাড়ে ‘দুর্নীতি ভাই আর কত, বিবেক কর জাগ্রত’, ‘দুর্নীতিকে না বলুন’, ‘ঘুষ খাওয়া ভিক্ষাবৃত্তির চাইতেও গর্হিত কাজ’, ‘ঘুষ নেব না, ঘুষ দেব না’, ‘দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হোন এখনই’ লেখা দুর্নীতিবিরোধী স্টিকার। এগুলো উত্সুক জনতার মাঝে বিতরণ করা হয়।

ছবি ও প্রতিবেদন : চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিমন্তব্য