kalerkantho


রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০রাঙ্গুনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিসভা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, সংসদ সদস্যের প্রতিনিধি মাস্টার আসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জামাল উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, প্যানেল মেয়র মো. সেলিম, ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, মির্জা সেকান্দর হোসেন, মো. সেলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, ক্রীড়া সংগঠক নুরুল আলম আলী, আরিফুল ইসলাম চৌধুরী, আবদুল মালেক প্রমুখ। সভায় আগামী বৃহস্পতিবার রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 মন্তব্য