পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোরে সোনাইমুড়ী পৌরসভার বানুয়াই গ্রামের নাদু কেরানিবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাওলানা সায়েদ আহমদ জয়াগ রশিদিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ।
সোনাইমুড়ী থানার ওসি মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের মার্চ মাসে সোনাইমুড়ী বাজারে দলের দুপক্ষের সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জয়াগ এজাহারভুক্ত আসামি।
দীর্ঘদিন থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাঁকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...