kalerkantho


কালের কণ্ঠে সংবাদ প্রকাশ

বদলে যাচ্ছে মেধাবী ছাত্র সজলের জীবন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বদলে যাচ্ছে মেধাবী ছাত্র সজলের জীবন

সীতাকুণ্ডে ছাত্র সজল দাসের পরিবারকে সোলার তুলে দেন আলহাজ দিদারুল আলম এমপি। ছবি : কালের কণ্ঠ

‘দিনের আলোতেই পড়া শেষ করতে হয় ওদের’ শিরোনামে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুলের মেধাবী ছাত্র সজলের পরিবারকে নিয়ে গতকাল শুক্রবার কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর সমাজের দানশীল ব্যক্তিরা তার পরিবারের সহায়তায় এগিয়ে আসতে শুরু করেছেন। গতকাল সকালেই স্থানীয় শিল্পপতি কেআর গ্রুপের চেয়ারম্যান সেকান্দর হোসাইন টিংকু পরিবারটির জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ, সজল ও তার চার ভাই-বোনের পড়াশোনার জন্য টেবিল-চেয়ার কিনে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। এর জন্য আজ তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাটে দরিদ্র পরিবারটিকে সরেজমিনে দেখতে যাবেন।

অন্যদিকে সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম গতকাল সন্ধ্যায় সজল ও তার মাকে ডেকে এক অনুষ্ঠানের মাধ্যমে তাত্ক্ষণিক তাদের বিদ্যুৎ সমস্যার সমাধানে সোলার প্যানেল প্রদান করেন। সোলার প্যানেল পাওয়ায় রাতেও এখন পড়াশোনা করার সুযোগ পাবে মেধাবী ছাত্র সজল ও তার ভাই-বোনরা।

 মন্তব্য