kalerkantho


বৃষ্টিতে জামালখান সড়কেও পানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ মে, ২০১৮ ০০:০০বৃষ্টিতে জামালখান সড়কেও পানি

চট্টগ্রাম নগরের জামালখান সড়ক অপেক্ষাকৃত উঁচু এলাকা। বৃষ্টিতে কখনো এ সড়কে পানি জমেনি। কিন্তু গতকাল আধা ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায় সড়কে। ছবি : সংগৃহীত

আধা ঘণ্টার বৃষ্টিতে হাঁটুপানিতে সয়লাব চট্টগ্রাম নগর। বৃষ্টিতে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া নতুন কিছু না হলেও রবিবার বিস্ময়কর ঘটনা ঘটেছে জামালখান এলাকায়। আধা ঘণ্টার বৃষ্টিতেই অপেক্ষাকৃত উঁচু এলাকা জামালখান সড়কে পানি জমে যায়। এর আগে কখনো নগরের গুরুত্বপূর্ণ এ স্থানে পানি জমতে দেখা যায়নি।

রবিবার পৌনে দুটা থেকে আড়াইটা পর্যন্ত নগরে ভারী বৃষ্টিপাত হয়। এর আগে দমকা হাওয়া বহে যায়।  আধঘণ্টা ভারী বর্ষণের পর জামালখান মোড়ে পানি জমে যায়। এতেই বিস্মিত হন অনেকে। জামালখান এলাকার একটি অফিসের কর্মজীবী মোহাম্মদ ইসলাম বলেন, ‘জামালখান মোড়ে পানি জমতে দেখিনি আগে। এখন দেখি বর্ষার আগেই পানি জামালখানে! বর্ষার সময় কী হবে বুঝতে পারছি না।’

জামালখান মোড় ছাড়াও নগরের প্রবর্তক মোড় ও চকবাজারসহ আশপাশের নিম্নাঞ্চলে পানি জমে যায় রবিবারের বৃষ্টিতে। তবে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই এসব পানি সরে যায়।

জামালখান এলাকা পানিতে তলিয়ে যাওয়ার পর ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন অনেকে।

স্থানীয় সংবাদকর্মীরাও ছবি আপলোড করেছেন। সেখানে নানাজনে নানা ধরনের মন্তব্য করেছেন। অবশ্য এর জবাবও দিয়েছেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

জবাবে তিনি লিখেছেন, ‘নালার মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি জমেছিল। নালার মুখ পরিষ্কার করে দেওয়া হয়েছে। পরক্ষণেই পানি সরে গেছে।’

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। আগাম মৌসুমি বায়ুজনিত কারণে বৃষ্টিপাত আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে। রবিবার বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার।

 মন্তব্য