kalerkantho


১ম ক লা ম

মসজিদে ফ্যান পড়ে ৩ মুসল্লি আহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

২০ মে, ২০১৮ ০০:০০মসজিদে জোহরের নামাজ পড়ার সময় সিলিং ফ্যান খুলে পড়ে তিন মুসল্লি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাউজান উপজেলা পরিষদ জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এম এ হাশেমের বাড়ির মো. আবুলের ছেলে মো. আবু (১৪), একই ওয়ার্ডের আবদুর রহমান (৫৫) ও টাইলস মিস্ত্রি কুমিল্লা জেলার মো. মঈন (৩৩)।

মসজিদের ইমাম মাওলানা এম এ মতিন জানান, জোহরের নামাজ পড়ার সময় সালাম ফেরানোর আগ মুহূর্তে মসজিদের একটি ফ্যান খুলে পড়ে যায়। আবুর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে প্রথমে রাউজান হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।মন্তব্য